top of page

 

 নিজেকে দিয়েই শুরু করি। আমি চন্দ্রানী, সময় টা ২০১৩ সাল, ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি। হঠাৎ ই কাজের তুলনায় ক্লান্তি বোধ করছি বেশি। একটু কাজ করেই শুয়ে পড়তে বাধ্য হচ্ছিলাম। কয়েক দিনের মধ্যেই আরো কয়েকটি অদ্ভুত সমস্যার মুখোমুখি হলাম। 

এক, রাতে প্রচন্ড ঘাম (night sweat) দিতে শুরু করলো, অদ্ভুত বললাম  কারন এ ঘাম শুকানোর ক্ষমতা পাখা বা এসির নেই। 

দুই, অকল্পনীয় পিঠে ব্যথা।  অকল্পনীয় শব্দটা এই যন্ত্রনার  গভীরতা বোঝাতে সক্ষম কিনা তা আমি জানি না। তবে সাধারন গা, হাত, পা ব্যথার সাথে এই ব্যথার বিস্তর তফাৎ। রাতের পর  রাত জেগে কাটাতে হয়েছিল আমাকে। 

Chandrani.jpg

বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল হিমোগ্লোবিন যথেষ্ট কম এবং ওভারিতে টিউমার (১০ সেন্টিমিটার)। আবার চমক, রিপোর্টে ওভারিয়ান ক্যান্সারের মার্কার নেগেটিভ। অবশেষে হিমাটোঅঙ্কলজিস্টের (Hemato Oncologist) পরামর্শে বোনম্যারো পরীক্ষা করে জানা গেল, আমি বার্কিট লিম্ফোমায় (এক ধরনের ব্লাড ক্যান্সার) আক্রান্ত।

 তাই বলা যেতেই পারে ২০১৩ তে আমার জীবনে নেমে আসে চূড়ান্ত বিপর্যয়। অবশ্য চিকিৎসাবিজ্ঞানের আকাশচুম্বি উন্নতির পরও ক্যান্সারকে বিপর্যয় বলা হবে কিনা, সেটা অন্য প্রশ্ন। আমার অভিজ্ঞতাকে পাথেয় করে, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে যে কাজ আমার বহু আগেই করার কথা তা আজ করলাম। ডাক্তারের মুখ থেকে "আপনার ক্যান্সার হয়েছে" শোনার পর, রোগী এবং রোগীর পরিবার প্রথম ঝটকা কাটিয়ে, পায়ের তলার মাটি আবার পায়ের তলার ফেরত এলে যে প্রশ্নের উত্তর আমরা খুঁজি তা হল এখন আমরা কী করবো? কোথায় যাবো? কোথায় গেলে আমরা আমাদের প্রিয় মানুষটাকে ফিরিয়ে আনতে পারব। এই ভাবনা থেকেই আমার এই প্রচেষ্টা। এই ওয়েবসাইটটি এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছে।

আর একটা ​​কথা বলি, হেমাটোলজি কী,  এর  উৎপত্তি, জন্মবৃত্তান্ত নিয়ে বিশেষ মাথা না ঘামালেও, কী রোগ হলে হেমাটোলজিস্টের কাছে যেতে হবে, তা নিয়ে  অবশ্যই মাথা  ঘামানো দরকার। শুধু ক্যান্সার নয়, হেমাটোলজিস্টের কাজ রক্ত নিয়ে। বিভিন্ন ধরনের  রক্তের  রোগ যেমন রক্তাল্পতা (Anemia), সিকেল সেল রোগ (Sickle cell disease), থ্যালাসেমিয়া (Thalassemia), হিমোফিলিয়া (Hemophilia), আই. টি. পি. (ITP),

লিম্ফোমা (Lymphoma), লিউকেমিয়া (Leukemia)মায়লোমা (Myeloma),  এই ধরনের রোগে আক্রান্ত হলে আমাদের হেমাটোলজিস্টের কাছেই যেতে হবে।

  

​অজ্ঞতা দূর করে, সঠিক সময়ে সঠিক চিকিৎসকের কাছে পৌঁছানো, রোগ সারানোর প্রথম ধাপ।

Get Social

  • Facebook
  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey YouTube Icon
bottom of page